পলাশবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ । 178 0
পলাশবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেনের নানা অনিয়ম দূর্নীতি ও সাংবাদিকদের বির“দ্ধে মামলা দায়ের করার হুমকি প্রদানের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম রতন। এসময় সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দ, আশরাফুল ইসলাম, সাদেকুল ইসলাম রুবেল, আশরাফুজ্জামান, আসলাম আলী, সোহেল রানা, আল কাদরী কিবরীয়া সবুজ, রবিউল ইসলাম, ফজলার রহমান, আমির“ল ইসলাম কবির, শাহারুল ইসলাম, মাসুদ রানা, এসআই হাবিবসহ ইলেকট্রনিক ,প্রিন্ট মিডিয়ার ও অন লাইন মিডিয়ার অনেকেই উপস্থিত ছিলেন ।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের হুমকি প্রদানকারী অসাধু ও দূর্নীতিবাজ প্রকৌশলী তাহাজ্জত হোসেনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ।